Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মূলধন গঠন (শেয়ার ও সঞ্চয়)

মূলধন গঠন (শেয়ার ও সঞ্চয়)

সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

 

অনুমোদিত দল/সমিতির সদস্যদের নিকট থেকে সাপ্তাহিক/পাক্ষিক সভার দিন শেয়ার/সঞ্চয় জমার জন্য উৎসাহ প্রদান এবং পাসবহিতে লিপিবদ্ধ করে শেয়ার/সঞ্চয় আদায় করা হয়। আদায়কৃত শেয়ার/সঞ্চয় সমিতি/দলের সাপ্তাহিক আদায় শিটে লিপিবদ্ধ করা হয়। আদায়কৃত শেয়ার/সঞ্চয় তিন পার্ট চালানের মাধ্যমে ব্যাংকে জমা করা হয়। ব্যাংক জমা অনুযায়ী উপজেলা অফিস ও দল/সমিতির হিসাব বহিতে লিপিবদ্ধ করে এবং বাৎসরিক ভিত্তিতে শেয়ার/সঞ্চয়ের ওপর লভ্যাংশ প্রদান করা হয়। মূলধন গঠনের মাসিক প্রতিবেদন প্রস্তুত করে জেলা দপ্তরে প্রেরণ করা হয়।

 

সেবা প্রাপ্তির সময়

সভার দিন (সপ্তাহে এক বার)

প্রয়োজনীয় ফি

বিনামূল্যে

সেবা প্রাপ্তির স্থান

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

প্রয়োজনীয় কাগজপত্র

 

১. সঞ্চয় পাসবহি

২. সমিতি/দলের সঞ্চয় রেজিস্টার

৩. সাধারণ খতিয়ান

৪. জমা-খরচ বহি

৫. সাপ্তাহিক/পাক্ষিক আদায় শীট

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

 

দল/সমিতির উপআইন ও প্রকল্প/কর্মসূচির প্রণীত নীতিমালা অনুযায়ী

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

 

দল/সমিতির উপআইন, প্রকল্প/কর্মসূচির পরিচালনা নীতিমালা

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

উপপরিচালক সংশ্লিষ্ট জেলা