Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঋণ কার্যক্রম

ঋণ কার্যক্রম

সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

 

অনুমোদিত দল/সমিতির সদস্যগণকে  ঋণের জন্য  আবেদনপত্র  পূরণ করে সমিতি/দলের ম্যানেজারের নিকট জমা করতে হয়। ম্যানেজার কর্তৃক সমিতির সকল সদস্যের ঋণের আবেদন ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন ও দলের/সদস্যদের মোট ঋণের কাগজ প্রস্তুত করা হয়। ম্যানেজার কর্তৃক প্রস্তুতকৃত কাগজপত্রসহ দলের সকল সদস্যের ঋণ আবেদনপত্র উপজেলা দপ্তরে প্রেরণ/দাখিল করেন। উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরে ঋণ আবেদন যাচাই-বাছাই করার জন্য ঋণ বাছাই কমিটিতে উপস্থাপন করা হয়। ঋণ বাছাই কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ ও উপজেলা ঋণ কমিটির নিকট প্রেরণ করা হয়। উপজেলা ঋণ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষেত্রবিশেষে উপপরিচালকের অনুমোদন গ্রহণ করা হয়। পরবর্তীতে ম্যানেজারকে ঋণ অনুমোদন সম্পর্কে অবহিত করে/ঋণ কমিটির সুপারিশক্রমে সদস্যওয়ারী ঋণ প্রদান করা হয়। বিতরণকৃত ঋণ নীতিমালা অনুযায়ী মাঠ সংগঠক কর্তৃক আদায়পূর্বক ঋণের হিসাব সদস্যের ঋণ পাসবহিতে লিপিবদ্ধ করা হয় ও ঋণ খতিয়ানে লিখা হয়। আদায়কৃত ঋণের টাকা তিন পার্ট জমা স্লিপের মাধ্যমে ব্যাংকে জমা করা হয়। মাঠসংগঠক কর্তৃক ব্যাংক জমা স্লিপ সমিতির ম্যানেজারের নিকট ও উপজেলা দপ্তরে জমা করা হয়। হিসাবরক্ষক কর্তৃক ব্যাংক স্লিপসহ শর্টিং শিট প্রস্তুত, ঋণ লেজার ও ক্যাশবহি লেখার পর মাসিক আদায় প্রতিবেদন প্রস্তুত এবং প্রেরণ করা হয়।

 

সেবা প্রাপ্তির সময়

১৫ দিন

প্রয়োজনীয় ফি

৩০ - ৫০ টাকা

সেবা প্রাপ্তির স্থান

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

প্রয়োজনীয় কাগজপত্র

 

১। পূরণকৃত আবেদনপত্র এক সেট

২। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

৩। সমিতি/ দলের সভার কার্যবিবরণী

৪। পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি

৫। পাসবহি

৬। সমিতি/দলের একীভূত ঋণ আবেদনপত্র

৭। ব্যক্তি ও দলীয় ডি.পি নোট

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

 

বিআরডিবির দল/সমিতির সদস্য হতে হবে, আয় বৃদ্ধিমূলক প্রকল্প থাকতে হবে 

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

 

ক্ষুদ্রঋণ নীতিমালা, ২০০৩ ও ২০১১ এবং প্রকল্প বাস্তবায়ন নীতিমালা

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

উপপরিচালক সংশ্লিষ্ট জেলা