প্রশিক্ষণ কার্যক্রম |
|
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
দল/সমিতির সদস্যগণের পক্ষে দলের ম্যানেজার সদস্যদের প্রশিক্ষণ চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের জন্য উপজেলা পল্লী উন্নয়ন অফিসে আবেদন দাখিল করেন। আবেদনগুলো উপজেলা কমিটির সভাতে উপস্থাপন করা হয়। কমিটি কর্তৃক দল/সমিতির সদস্যদের চাহিদা/যোগ্যতা বিবেচনাপূর্বক প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। অতঃপর প্রশিক্ষণ সিডিউল তৈরি, প্রশিক্ষণের বিষয় ও প্রশিক্ষক নির্বাচন করা হয়। প্রশিক্ষণের বাজেট অনুযায়ী প্রশিক্ষণসামগ্রী ক্রয়পূর্বক প্রশিক্ষণ প্রদানের কাজটি সম্পন্ন হয়। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয় এবং ঊর্ধ্বতন অফিসে প্রশিক্ষণ সমাপ্তির প্রতিবেদন প্রেরণ করা হয়।
|
সেবা প্রাপ্তির সময় |
১৬-২২ দিন |
প্রয়োজনীয় ফি |
বিনামূল্যে |
সেবা প্রাপ্তির স্থান |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা |
প্রয়োজনীয় কাগজপত্র |
১. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
|
সেবা প্রাপ্তির শর্তাবলি |
১. বিআরডিবির দল/সমিতির সদস্য হতে হবে
|
সংশ্লিষ্ট আইন ও বিধি |
প্রশিক্ষণ সংক্রান্ত নীতিমালা
|
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
উপপরিচালক সংশ্লিষ্ট জেলা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস